Friday, August 30, 2019

এস আই কামরুল হাসানের নেতৃত্বে প্রাইভেটকার ও ৭‘শ ১৯ পিছ বিয়ারসহ মাদক ব্যবসায়ী মোক্তার গ্রেফতার


এস আই কামরুল হাসানের নেতৃত্বে প্রাইভেটকার ও ৭‘শ ১৯ পিছ বিয়ারসহ মাদক ব্যবসায়ী মোক্তার গ্রেফতার।





আজকের সংবাদ ডেস্কঃ জেলা গোয়েন্দা সংস্থা(ডিবি) পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৭‘শ ১৯ পিছ বিয়ারসহ মাদক ব্যবসায়ী মোক্তার হোসেন(৪৮) গ্রেফতার।





শুক্রবার (৩০ আগষ্ট) রাতে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।





ডিবি পুলিশের এস আই কামরুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকা থেকে  প্রাইভেটকারে(ঢাকা মেট্টো-গ-১২-৯৮৫৮) তল্লাশি চালিয়ে ৭‘শ ১৯ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ সময় গাড়ীটি জব্দসহ মাদক ব্যবসায়ী মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।





গ্রেফতারকৃত মোক্তার হোসেন নারায়নগঞ্জ সদর থানার তামাকপট্টি এলাকার মৃত নান্নু মিয়াার ছেলে। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...