Sunday, August 4, 2019

জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটির সংবর্ধনা অনুষ্ঠানে পদক ভুষিত হলেন ২৫ নং ওয়ার্ডের তুরুণ্যের অহংকার কামরুল ইসলাম কামলেট


জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটির সংবর্ধনা অনুষ্ঠানে  পদক ভুষিত হলেন ২৫ নং ওয়ার্ডের তুরুণ্যের অহংকার কামরুল ইসলাম কামলেট





সাজীদ হোসেন কিবরিয়াঃ জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটির সংবর্ধনা অনুষ্ঠানে পদক ভুষিত হলেন নারায়ণগঞ্জ সিটি করপোর্শনের ২৫ নং ওয়ার্ডের তুরুণ্যের অহংকার মানবাধিকার কর্মী কামরুল ইসলাম কামলেট।
১লা আগষ্ট ২০১৯ বৃস্পতিবার, বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটির  উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।





উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আপিল বিভাগের বিচারপতি সিকদার মকবুল হক।
এসময় কামরুল ইসলাম কামলেট এর হাতে প্রধান অতিথি বাংলাদেশ আপিল বিভাগের বিচারপতি সিকদার মকবুল হক এ পদক তুলে দেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক সংস্কৃতিক ও তথ্য মন্ত্রী সৈয়দ দিদার বখত সাহেব।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এম, এ,খালেদ এডিশনাল এসপি (স্পেশাল ব্রাঞ্চ)বাংলাদেশ পুলিশ।অনুষ্ঠান পরিচারনা করেন সংগঠনের মহাসচিব শামসুল ইসলাম, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন,শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ মশিউর রহমান, বাংলাদেশ পুলিশের সাবেক ডি আইজি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজ্বী মহসীন দেওয়ান উপদেষ্টা জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি। রহমান শেখ চেয়ারম্যান জাতীয় মানবাধিকার সোসাইটির।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...