Thursday, August 22, 2019

দেড় হাজার পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক


দেড় হাজার পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দেড় হাজার পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।





বৃহস্পতিবার(২২শে আগষ্ট)কচুপাতা রেস্টুরেন্টের পিছন থেকে তাদের গ্রেফতার করা হয়।





সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক আপন কুমার মজুমদার জানান,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে কচুপাতার রেস্টুরেন্টের পিছন থেকে দেড় হাজার পিছ ইয়াবাসহ ইয়াছিন মিয়া ও পলাশ চন্দ্র সরকারকে আটক করা হয়।
আটককৃত ইয়াছিন মিয়া উপজেলার হাবিবপুর গ্রামের শাহ আলমের বাড়ীর ভাড়াটিয়া ও ইন্নত আলীর ছেলে এবং পলাশ চন্দ্র সরকার কুমিল্লার দাউদকান্দি উপজেলার শতান্দী এলাকার মৃত সিদ্বেশ্বর চন্দ্র সরকার। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।





সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান  মনির জানান,আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...