Friday, August 23, 2019

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী পালন


যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী পালন





আজকের সংবাদ ডেস্কঃ ভগবান শ্রী কৃষ্ণের জন্ম উৎসব পালন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা আয়োজক কমিটির পক্ষে সোনারগাঁ পার্থিব সেবা সংঘ।





সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভা যাত্রার উদ্ভোধন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অবতার। তাঁর পবিত্র জন্মতিথিই জন্মাষ্টমী। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে শুক্রবার প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ সহ নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় দিনটি উদ্‌যাপিত হচ্ছে।
এদিকে নারায়ণগঞ্জ জেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা এবং কোষাদক্ষ পাপন দাস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় হিন্দু মহাজোটের সোনারগাঁ শাখার সভাপতি নির্মল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার সহ সাধারণ সম্পাদক ইমন কুমার বনিক, সোনারগাঁ থানার অপারেশন ওসি আলমগীর হোসেন, সেকেন্ড অফিসার মাসুদ রানা প্রমূখ।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...