Monday, August 19, 2019

অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানির অভিযোগে ঘিওরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানির অভিযোগে ঘিওরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা





আজকের সংবাদ ডেস্কঃমানিকগঞ্জের ঘিওর উপজেলা হতে ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।





সোমবার(১৯আগষ্ট)ঘিওর বাস স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার।





ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,মানিকগঞ্জের ঘিওর থেকে ঢাকা রুটের পরিবহনে মালিকরা অতিরিক্ত ভাড়া আদায়ে করছে এমন সংবাদের ভিত্তিতে ঘিওর বাস স্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় এ রুট থেকে মানিকগঞ্জ,নবীনগর,গাবতলী ও ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত মূল্যের দ্বিগুণ ভাড়া রাখার অপরাধে শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মঞ্জুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ৫০০০/- টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে অতিরিক্ত ভাড়া ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়।এছাড়াও পরিবহন মালিক-চালকদের নির্ধারিত হারে ভাড়া আদায়ের জন্য সতর্ক করা হয়।





ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার জানান,ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। কোনো পরিবহন যদি অতিরিক্ত ভাড়া দাবি করে তাহলে যাত্রীদের বাস স্ট্যান্ড সংলগ্ন প্রশাসনের কন্ট্রোলরুমে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।
এছাড়াও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের উপর সিংজুরি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...