Saturday, August 3, 2019

বন্দরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার


বন্দরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জ বন্দরে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।





শনিবার(৩আগষ্ট)সকালে সাবদী হাজরাদী এলাকায় ব্রহ্মপূত্র নদ থেকে লাশটি উদ্ধার করে বন্দর থানা পুলিশ।





এব্যপারে,বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান,উপজেলার কলাগাছিয়া ইউনিয়ের সাবদী হাজরাদী এলাকায় দিয়ে শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে ব্রহ্মপুত্র নদে কচুরি পানার সঙ্গে হাফপ্যান্ট পরিহত একটি অর্ধগলিত লাশ ভাসছিল। নদীতে ভাসমান লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
তবে ধারন করা হচ্ছে লাশটি কয়েকদিন আগের,অন্য কোনো স্থান থেকে লাশটি নদীতে ফেলে দেয়া হয়েছে এবং ভাসতে ভাসতে সাবদী এলাকায় কচুরিপানার সঙ্গে আটকা পড়ে। পরিচয় জানার চেষ্টা চলছে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...