Wednesday, August 28, 2019

ওসি আবু তাহের দেওয়ানের নেতৃত্বে বিদেশী বিয়ারসহ ৩ জন আটক


ওসি আবু তাহের দেওয়ানের নেতৃত্বে বিদেশী বিয়ারসহ ৩ জন আটক





আজকের সংবাদ ডেক্সঃ নরসিংদী মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের দেওয়ানের নেতৃত্বে ১৪৪ ক্যান বিদেশী বিয়ার এবং গাড়ীসহ ০৩ জনকে আটক করা হয়েছে।





মাধবদী থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান জানান,মঙ্গলবার রাত আনুমানিক ৯.৩০ মিনিটের দিকে পুলিশ পরিদর্শক তদন্ত জনাব সাফায়েত হোসেন পলাশ, এস আই মনির হোসেন, এস আই মীর কায়েছ, এস আই শাখাওয়াত হোসেন, এ এস আই সঞ্জয় কুমার দাস, এ এস আই বেলাল উদ্দিন ফকির এ এস আই ফারুক আহম্মেদ ও সঙ্গীয় ফোর্সসহ ছোট মাধবদী এলাকায় বক্ল রেইড পরিচালনা করিয়া একটি মাইক্রো নোহা গাড়ী হইতে ১৪৪ ক্যান বিদেশী বিয়ার সহ ০৩ জন লোক কে আটক করে। তাহাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু করা হয়েছে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...