Monday, July 15, 2019

সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সামিউল হক শ্যামল এর প্রচারণা


সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সামিউল হক শ্যামল এর প্রচারণা 





মোঃ শাকিল আহম্মেদ রূপগঞ্জ প্রতিনিধিঃ দীর্ঘ ১০ বছর  পর  ঐতিহ্যবাহী সরকারি  মুড়াপাড়া  বিশ্ববিদ্যালয়  কলেজ ছাত্র সংসদ নির্বাচন  এর তফসিল  ঘোষণা  করেছেন সরকারি  মুড়াপাড়া  বিশ্ববিদ্যালয়  কলেজ প্রশাসন।
তফসিল  অনুযায়ী  আগামী  ২৭/০৭/২০১৯ তারিখ ছাত্র সংসদ  নির্বাচন অনুষ্ঠিত  হতে যাচ্ছে আর তাই প্রার্থীরা প্রচারণা  শুরু করেছে। নির্বাচনে তফসিল  ঘোষণা  পর আজ প্রথম প্রচারণা  শুরু করে সামিউল হক শ্যামল বর্তমান ছাত্র সংসদ  এর ক্রীড়া  বিষয়ক  সম্পাদক।
তিনি সকলের দোয়া কামনা করে ভি.পি পদে তার প্রচারণার কাজ শুরু করেন।





এসময় সামিউল হক শ্যামল এ-র চারপাশে ছাত্রছাত্রীদের  ব্যাপক উপস্থিতি দেখা যায়।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...