Friday, July 19, 2019

সোনারগাঁয়ে রহস্য জনক ভাবে ১২ বছরের ছেলে নিখোঁজ।


সোনারগাঁয়ে রহস্য জনক ভাবে ১২ বছরের ছেলে নিখোঁজ।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের দেওভোগ এলাকার এমদাদুল হকের ১২ বছরের ছেলে মোঃ নাজমুল হাসান শুক্রবার(১৯জুলাই)জুমা'আ নামাজের পর থেকে রহস্য জনক ভাবে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ নাজমুলের চাচা আব্দুল গাফ্ফার জানান, নাজমুল হাসান,পিতা, মোঃ এমদাদুল হক, গ্রাম দেওভোগ, পোস্ট বরাব বাজার, থানা সোনারগাঁও,আজ দুপুরে নামাজের পর থেকে এখন পর্যন্ত বাসায় আসেনি, সমস্ত আত্মীয় স্বজনদের বাসায়ও খোঁজ  নিয়ে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।তার বয়স ১২ বছর,তার গায়ে পড়নো ছিল,লাল গেঞ্জি ও থ্রি কোয়ার্টার প্যান্ট।
সর্বশেষ আজ দূপুরে দেওভোগ টু নয়াপুর বাজারের রাস্তার বেইলর জামে মসজিদের পাশে, অনেকেই তাকে বসে থাকতে দেখেছেন।কোন স্বহৃদয়বান ব্যাক্তি যদি তার সন্ধান পান তাহলে নিম্ন লিখিত নাম্বারে 01685152567,,01777670002 যোগাযোগ করার জন্য আন্তরিক ভাবে অনুরোধ করা হলো।  


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...