Tuesday, July 9, 2019

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।





মঙ্গলবার(৯জুলাই)সোনারগাঁ উপজেলার সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছেন এর ফলে দুটি ইউনিয়নের ৩০টি গ্রামের প্রায় চার হাজার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।





সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভুমি)নাজমুল হুসাইন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় তিনি বলেন,সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকায় তিতাসের প্রধান লাইনের পাইপ হতে অবৈধ ভাবে সংযোগ নিয়ে বৈদ্যেরবাজার ও বারদী ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের মানুষ গ্যাস ব্যবহার করছিল।
এ এলাকায় অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়ার ফলে প্রায় চার হাজার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
অবৈধ সংযোগ বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





অভিযানের আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবউশন কোম্পানির সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী জাফরুল আলম, উপ-প্রকৌশলী মেজবা রহমান,সহকারী প্রকৌশলী তানভীর হাসান,সহকারী ব্যবস্থাপক সারোয়ার হোসেন প্রমূখ।






No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...