Sunday, July 7, 2019

শেখ রাসেল পার্ক পরিচ্ছন্নতায় বিডি ক্লিন



শেখ রাসেল পার্ক পরিচ্ছন্নতায় বিডি ক্লিন।





মো: ইমরানঃ বিডি ক্লিন নারায়ণগঞ্জের ৩৪ তম পরিচ্ছন্নতা ইভেন্ট টি হয় নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্কে। নারায়ণগন্জ শহরে দেওভোগ শেখ রাসেল পার্কে বিকেল ৪ টা শুরু হয় ইভেন্ট,পার্কের চারপাশ পরিষ্কার করেন বিডি ক্লিন। পরিষ্কারপর পাশাপাশি দর্শনার্থীদের সচেতন করেন যেন কেউ যততত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্হানে ময়লা ফেলার জন্য সচেতন করেন।





শপথ পাঠ করান বিডি ক্লিন নারায়ণগঞ্জের সিনিয়র সদস্য হাফেজ মোহাস্মদ আব্দুল্লাহ।





বিডি ক্লিন নারায়ণগন্জ এর সমন্বয়ক এস এম বিজয়ের উপস্থিতিতে ছিলেন বিডি ক্লিন নারায়ণগঞ্জের মনিটর অপু রায়হান, জামান হোসেন হৃদয়, জয় দত্ত। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গালিব, সাইয়েদুল ওয়াকী, আকাশ, আরমান, আবু সুফিয়ান, শিমুল, কামরুজ্জামান সাগর, তৌকির আহম্মেদ, ফারজানা ববি, রনি, সুমন, মামুন, সাইফুল, হালিমা, শাওন, শাহীন, রাকিব, মাসুদা, আনিকা, প্রিয়ন, সৈকত, মেহেদী, স্বপ্না, খাদিজা আক্তার ভাবনা, মেহেদী ইমন, নজরুল প্রিন্স, সুরাইয়া মিম, এস আই বাবু, ইসমাঈল হোসেন সীমান্ত, মাকসুদুল ইমন, সহ ৪৫ জন সদস্য উপস্থিত থেকে পরিচ্ছন্ন কার্যক্রম করে ও মানুষের মাঝে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেয়


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...