Wednesday, July 10, 2019

ময়লা আবর্জনার স্তূপ কে ফুলের বাগান করার প্রতিশ্রুতি দিলেন এসআই আবুল কালাম আজাদ


ময়লা আবর্জনার স্তূপ কে ফুলের বাগান করার প্রতিশ্রুতি দিলেন এসআই আবুল কালাম আজাদ।





আজকের সংবাদ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ের মোগরাপাড়া মারিখালি ব্রীজের পূর্বপাশে সংলগ্ন ময়লার আবর্জনার স্তূপ কে ফুলের বাগান করার প্রস্তুত নিচ্ছে সোনারগাঁ থানা পুলিশের এসআই আবুল কালাম আজাদ।
মঙ্গলবার(১০জুলাই)সকাল থেকে ভেকু দিয়ে ময়লার স্তুুপে ফুলের বাগান করার অবকাঠামো তৈরি করা হচ্ছে ।





ব্যস্ততম মহাসড়ক হলেও সচেতনতার অভাবে এই স্থানটিতে বাসা-বাড়ি থেকে শুরু করে হাসপাতালের বর্জ্য,স্থানীয় চৌরাস্তা কাঁচাবাজারের ময়লাসহ এমন কোন ময়লা নেই যে সেখানে ফেলা হতো না।
তার ফলে দুর্ভোগে পড়তে হয়েছে এলাকাবাসীকে রেহাই পেতেন না পথচারীরা ও মহাসড়কে যানজটে পড়ে থাকা গণপরিবহনের চালক -হেলপার ও যাত্রীরা।
আশপাশে লোকজন এই দুর্গন্ধের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন।





এসআই আবুল কালাম আজাদের উদ্যোগে সেই ময়লা আবর্জনা স্তূপে নির্মাণ করে দেয়া হচ্ছে ফুলের বাগান।





সোনারগাঁও থানা পুলিশের এসআই আবুল কালাম আজাদ বলেন,সচেতনতার অভাবে মহাসড়কের ও স্থানীয় একটি মসজিদ সংলগ্ন এলাকার ফুটপাথ ময়লার ভাগাড়ে পরিণত হয়। দুর্গন্ধের কারণে এলাকাবাসীর যেমন সমস্যা হতো, তেমনি পথচারীসহ হাসপাতাল-ক্লিনিকে আসা রোগীরাও ভোগান্তিতে পড়তেন। 
এ অবস্থা থেকে উত্তরণের জন্যই এখানে ফুলের বাগান করার উদ্যোগ নিয়েছি। এটি একটি জনসেবামূলক কাজ এ কাজে সকলের এগিয়ে আসা উচিত।






No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...