Sunday, July 28, 2019

এমপি খোকার উদ্যোগে মশা নিধনের মেশিন বিতরণ


এমপি খোকার উদ্যোগে মশা নিধনের মেশিন বিতরণ





আজকের সংবাদ ডেস্কঃ রাজধানী ঢাকার ন্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মশার উপদ্রপ বেড়ে উঠায় নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকার উদ্যোগে মশা নিধনের মেশিন বিতরণ করা হয়।





রবিবার (২৮ জুলাই) বিকেলে সোনারগাঁও উপজেলা চত্বরে নবনির্মিত ভবনের সামনে সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানদের হাতে কোরিয়ার তৈরী মশা নিধনের মেশিন গুলো নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা তুলে দেন।





এসময় তিনি বলেন, এডিস মশার বিস্তার রোধে সবাইকে সচেতন করার পাশাপাশি ঢাকার ন্যায় সোনারগাঁয়ে যেন এডিস মশার কারনে কেউ না মরে এবং এর বিস্তার ঘটাতে না পারে সে বিবেচনায় এখনই কার্যকরী উদ্যোগ নেয়ার সময়। সবাই সবার বাড়ির চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখলে এডিস মশা বংশ বিস্তার করতে পারবে না।





এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার, কাচঁপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, ইউডিএফ  সোনারগাঁ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি এমএ জামান ও অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...