Wednesday, July 24, 2019

সোনারগাঁয়ে ভুয়া রশিদ দিয়ে মাদ্রাসার চাঁদা উত্তোলনের দায়ে কারাদন্ড।


আজকের সংবাদডেস্কঃ সোনারগাঁয়ে মাদ্রাসার চাঁদা উত্তোলনের অভিযোগে ভুয়া রশিদ বহিসহ স্বপন মিয়া নামের এক যুবককে আটক করে থানা পুলিশ।

পরে বুধবার(২৪ জুলাই)উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্বপন মিয়া নামের যুবককে তিন মাসের কারাদন্ড প্রদান করেন।





উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বড় নগর এলাকার দক্ষিন বটতলা নামের একটি মাদ্রাসার ভুয়া রশিদবহি তৈরী করে স্বপন নামের এক যুবক সাধারন মানুষের কাছ থেকে চাদাঁ উত্তোলন করে আসছে।
তারই প্রেক্ষাপটে বুধবার পুলিশ তাকে আটক করে।
আটকের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে তিন মাসের কারাদন্ড দেওয়া হয়।
স্বপন মিয়া সোনারগাঁ পৌরসভার হাতকোপা এলাকার মৃত জজ মিয়ার ছেলে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...