Saturday, July 20, 2019

সোনারগাঁয়ে র‌্যাব-১১র অভিযানে পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার


সোনারগাঁয়ে র‌্যাব-১১র অভিযানে পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর এলাকার এস এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশনের পাশে লেগুনা স্ট্যান্ডে পরিবহনে হতে চাঁদাবাজি করার সময় হাতে নাতে মোঃ মোমেন (৩৫) নামের এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।
এসময়ে তার কাছ থেকে চাঁদাবাজির নগদ ১৮ শ ৩০ টাকা উদ্ধার করা হয়।





শনিবার(২০জুলাই)সকালে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১।





র‌্যাব-১১ জানায়,একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর মোড় এলাকায় রাস্তায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজি,অটোরিক্সা,লেগুনা, টেম্পু ইত্যাদি চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৫০ থেকে ৩শ টাকা করে চাঁদা আদায় করে আসছে।গ্রেফতারকৃত মোমেন উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য।
তারই প্রেক্ষাপটে শনিবার চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অভিযান চালানো হয়,এসময় জোরপূর্বক চাঁদা আদায়কালে চাঁদাবাজ মোঃ মোমেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।





স্থানীয় চালক ও জনসাধারনের কাছ থেকে জানা যায়, কোন চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের এমনকি এ এলাকায় গাড়ী চালাতে দিবেনা বলে হুমকি প্রদান করে বলে জানাযায়।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...