Thursday, July 4, 2019

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার


মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র‍্যাব-১১।
শিক্ষককে বিরুদ্ধে দশের অধিক শিক্ষার্থীকে ধর্ষণ যৌন হয়রানি ও যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।





বৃহস্পতিবার(৪জুলাই)নারায়ণগঞ্জ এর সদর উপজেলার ফতুল্লা থানার মাহমুদপুর এলাকা হতে বিশেষ অভিযান চালিয়ে ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ আল আমিনকে আটক করা হয়।





র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন জানান,উপজেলার ফতুল্লা থানার মাহমুদপুর এলাকার বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এই মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃআল আমিন। 
তিনি ফতুল্লা এলাকার একটি মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করে আসছে বলে জানাযায়।





তিনি আরও জানান,গত দুইদিন পূর্বে বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী এবং তার মা ফেসবুকে দেখছিল। এ সময় হঠাৎ আলেপ উদ্দিনের ওয়ালে কিছুদিন পূর্বে সিরিয়াল রেপিস্ট আশরাফুল আরিফকে গ্রেপ্তারের ঘটনায় টেলিভিশনে প্রচারিত একটি সংবাদের ভিডিও ক্লিপ তার ফেসবুক ওয়ালে থাকা ভিডিওটি দেখে ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণীর এক ছাত্রী তার মাকে বলেছিল যে, মা আমাদের হুজুর কে কেন গ্রেফতার করে না র‍্যাব,আমাদের হুজুর আমাদের সাথে এই রকম করে। আমার মাদ্রাসায় যেতে ভালো লাগেনা,আমি আর মাদ্রাসায় যাব না।
এ বিষয়টি পরে ওই মেয়ের মা র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের সাথে আলাপ করে,ঘটনাস্থলে এসে ওই মেয়ের জবানবন্দি নেন এবং মেয়েকে কৌশলে মাদ্রাসায় পাঠিয়ে র‍্যাব মাওলানা মোঃআল আমিন শিক্ষককে আটক।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...