Thursday, July 11, 2019

সোনারগাঁয়ে ছেলে ধরা সন্দেহে ভারসাম্যহীন নারী আটক


সোনারগাঁয়ে ছেলে ধরা সন্দেহে ভারসাম্যহীন নারী আটক





আজকের সংবাদ ডেস্কঃ মানসিক ভারসাম্যহীন এক নারীকে ছেলে ধরা সন্দেহে আটক করেছে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর গ্রামের  এলাকাবাসী।
এঘটনায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যান।





এলাকাবাসী আটককৃত নারীর কথা বুঝতে না পারায় মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে মনে করছেন ।





স্থানীয় এলাকাবাসী জানান,বৃহস্পতিবার(১১জুলাই) শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর গ্রামে অচেনা এক চল্লিশার্ধ নারী একটি শিশুকে চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে শিশু টিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা  করে।
শিশুটির ডাকচিৎকারে গ্রামবাসী এগিয়ে গেলে দেখতে পায় চেলারচর গ্রামের রুবেল মিয়ার আাড়াই বছরের ছেলে সোহান নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা  করে।
পরে মহিলাটিকে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদে নিয়ে আটক করে।
আটকের পর মহিলার সাথে কথা বললে ওই মহিলা অসংলগ্ন কথা বার্তা বলতে থাকেন, এছাড়া তার ভাষাও অস্পস্ট ও মানসিক প্রতিবন্ধী মনে হচ্ছে তবে তার নাম রোজিনা বলে জানতে পেরেছে এলাকাবাসী।





এ ব্যাপারে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক রাজু মন্ডল বলেন,বৃহস্পতিবার শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর এলাকা থেকে সোহান নামে এক শিশুকে চুরি করার চেষ্টা কালে রোজিনা নামে এক নারীকে আটক করে থানায় খবর দেয়। পরে ওই নারীকে থানায় নিয়ে আসি। তিনি আরো জানান, আটককৃত মহিলা কথাবার্তা শুনে মনে হচ্ছে তিনি মানসিক প্রতিবন্ধী।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...