Friday, July 5, 2019

সোনারগাঁয়ে পল্লী বন্ধু এরশাদের রোগমু‌ক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহ‌ফিল


সোনারগাঁয়ে পল্লী বন্ধু এরশাদের রোগমু‌ক্তি ও দীর্ঘায়ু কামনায় বি‌শেষ দোয়া মাহ‌ফিল।





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ উপজেলার সকল মসজি‌দে শুক্রবার(৫জুলাই)প‌বিত্র জুম্মার নামা‌জের পর  জাতীয় পা‌র্টির মাননীয় চেয়ারম্যান সফল সাবেক প্রে‌সি‌ডেন্ট হোসেইন মুহাম্মাদ এরশাদের আশু রোগমু‌ক্তি ও দীর্ঘায়ু কামনায় বি‌শেষ দোয়া মাহ‌ফিলের আয়োজন করা হ‌য়ে‌ছে।





সোনারগাঁ উপজেলা ঈদগাহ সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদে সোনারগাঁয়ের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকার উপস্থিত থেকে এই দোয়া ও মাহফিলের আয়োজন করেন।





এছাড়াও আজ বাদ জুমআ সারা সোনারগাঁয়ের সকল জামে মসজিদে সোনারগাঁয়ের সাংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার উদ্যোগে জাতীয়পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...