Sunday, July 14, 2019

হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই


হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই





আজকের সংবাদ ডেস্কঃ  জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা,জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন)।





রোববার(১৪জুলাই)সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল সুভ রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
আইএসপিআর-এর সহকারী পরিচালক রাশেদুল ইসলাম খান জানিয়েছেন,৭টা ৪৫ মিনিটে সিএমএইচে মারা যান তিনি।





এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অনেকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদে হুসেইন মুহম্মদ এরশাদের গঠনমূলক ভূমিকার কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।





প্রসঙ্গত,প্রায় আট মাস ধরে অসুস্থ ছিলেন তিনি।
গত ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন।
নির্বাচনে তিনি প্রার্থী হলেও কোনও প্রচারণায় অংশ নেননি।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...