Saturday, July 27, 2019

সোনারগাঁয়ে মিডডে মিল বিতরণ


সোনারগাঁয়ে মিডডে মিল বিতরণ।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জ সোনারগাঁ পৌরসভায় অবস্থিত আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খেলনা সামগ্রী হস্তান্তর ও মিডডে মিল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার(২৭জুলাই)সকালে স্কুল মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।





স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোহাম্মদ আলী মন্টু,উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নাসরিন জাহান পপি,উপজেলা আওয়ামী- লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ মোল্লা বাদশা,আওয়ামীলীগ নেতা মোতালেব মিয়া স্বপন,সালাউদ্দিন জাকি ও হুমায়ুন কবির মোল্লা,শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃৃন্দ।
সভা শেষে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মিডডে মিল বিতরণ করা হয়। এছাড়া স্কুলের প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য খেলনা সামগ্রী বিতরণ করা হয়।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...