Monday, July 1, 2019

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের সংখ্যালঘু পরিবারের উপর হামলা


সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের সংখ্যালঘু পরিবারের উপর হামলা।





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক সংখ্যালঘু পরিবারের তিনজনকে পিটিয়ে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ।





এ ঘটনায় সোমবার(১জুলাই)সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।





এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের নগরজোয়ার গ্রামের সুনীল সাহার সঙ্গে রাইপুর গ্রামের জুয়েল মিয়ার  জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিলো।
তারই প্রেক্ষিতে গত শনিবার তাদের মধ্যে বাকবিতন্ডার জের ধরে জুয়েল মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সুনিল সাহা তার স্ত্রী সাথী সাহা ও ছেলে শিমুল সাহার উপর হামলা চালিয়ে তাদেরকে পিটিয়ে আহত করে।
এসময় সুনিল সাহার বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় সুনিল সাহা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন।





সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান,এ ঘটনায় থানায় মামলায় নেওয়া হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।






No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...