Tuesday, June 18, 2019

সোনারগাঁয়ে অজ্ঞাত যুুুবকের লাশ উদ্ধার


সোনারগাঁয়ে অজ্ঞাত যুুুবকের লাশ উদ্ধার





আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে অজ্ঞাত(৩৫)যুুুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।





অর্ধগলিত অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয় ধলেস্বরী নদী থেকে মঙ্গলবার(১৮ জুন)সকালে
এখবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।





সোনারগাঁ থানা পুলিশের(ওসি)তদন্ত হেলাল উদ্দিন জানান,উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ধলেস্বরী নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী বন্দর নৌ ফাঁড়ির পুলিশকে খবর দেয়। এসময় বন্দর নৌফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজ সোনারগাঁ থানা কে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থল থেকে অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।যুবকের গায়ে সাদার মধ্যে হালকা মেরুন কালার একটি টিশাট, কালো রঙ্গের একটি জিন্স প্যান্ট ও হাতে একটি ঘড়ি পরিহিত ছিল।





এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের  প্রস্তুতি চলছে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...