Monday, June 24, 2019

ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার


ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার।





আজকের সংবাদ ডেক্সঃ সোনারগাঁও থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রফিকুল ইসলাম (২০) ও মোঃ বাবু (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।





সোমবার(২৪জুন) সকালে সোনারগাঁ থানা পুলিশের এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে কাঁচপুর এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক দ্রব্য উদ্ধার অভিযানে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের ওমর আলী স্কুল এন্ড কলেজের মূল ফটকের সামনে থেকে দুই ব্যক্তিকে সন্দেহভাজন অবস্থায় দৌড়ে পলায়নের সময় পুলিশ তাদের আটক করেন। আটকৃতদের দেহ তল্লাশী করে তাদের উভয়ের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন।
মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মোঃনুরুল হকের ছেলে এবং মোঃ বাবু একই ইউনিয়নের সেনপাড়া এলাকার মৃত্যু লাল মিয়ার ছেলে।






No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...