Saturday, June 29, 2019

সাংবাদিক রিপন সরকারের মায়ের সুস্থতার জন্য দোয়া কামনা


সাংবাদিক রিপন সরকারের মায়ের সুস্থতার জন্য দোয়া কামনা।





রিপন সরকারঃদৈনিক ভোরের দর্পন পত্রিকার সোনারগাঁও উপজেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল অনলাইন সোনারগাঁও.কম এর প্রকাশক মোঃ রিপন সরকার এবং উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার মোঃ শিপন সরকারের মাতা শামসুন্নাহার  দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন।





চলতি মাসের প্রথম সপ্তাহে  তিনি পেটে ও বুকে তীব্র ব্যথা অনুভব করলে পরীক্ষা-নিরীক্ষা করে পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। তখন চিকিৎসক পিত্তথলি অপারেশন করা পরামর্শ দেন। কিন্তু ঠান্ডা জনিত সমস্যার কারণে অপারেশন করা সম্ভব হয়নি। ইদানিং তিনি আবারো পেট ও বুকে তীব্র ব্যথা অনুভব করে । পরে চিকিৎসকের সাথে যোগাযোগ করলে, চিকিৎসক জরুরী ভিত্তিতে অপারেশনের মাধ্যমে পাথর গুলো বের করতে হবে জানান।





মা তো মা-ই। মায়ের তুলনা কারো সাথেই হয় না। সেই তুলনাহীন মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন সাংবাদিক মোঃ রিপন সরকার। তিনি বলেন,আজ শনিবার (২৯ জুন) অপারেশনের সম্ভাবনা রয়েছে। সকলের কাছে দোয়া কামনা করছি যেন অপারেশন সুন্দর ও সঠিকভাবে শেষ হয় এবং আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ্য হয়ে বাড়ি ফিরে আসেন।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...