Friday, June 28, 2019

র‌্যাব-১১’র অভিযানে ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেফতার


র‌্যাব-১১’র অভিযানে ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেফতার





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ে র‌্যাব-১১’র  অভিযানে এম এইচ জাকারিয়া নামের এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার(২৭জুন)রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর এলাকার দি স্কয়ার ডায়াগনষ্টিক অ্যান্ড ফিজিওথেরাপী সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।





এ ঘটনায় শুক্রবার বিকেলে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।





র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১’র মেজর তালুকদার নাজমুছ সাকিব ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে দি স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপী সেন্টার থেকে এম.এইচ জাকারিয়া নামের এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়।





সে দীর্ঘ দিন যাবৎ নিজেকে এমবিবিএস, এফসিজিপি (এফ-মেডিসিন), পিজিটি ( যৌন, এলার্জি), পিজিটি ( মেডিসিন ও শিশু), মেডিকেল অফিসার, (ভি-নিট), রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ও এক্স বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা ও দি স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপী সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দিয়ে আসছিল।





গ্রেফতারকৃত জাকারিয়া গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ থানার কালীর সামাদ এলাকার গাউসাল আজমের ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জের সানাপাড় এলাকায় বসবাস করে আসছে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ভুয়া ডাক্তার গ্রেফারের ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছেন।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...