Wednesday, June 12, 2019

সোনারগাঁয়ে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার


সোনারগাঁয়ে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার।





আজকের সংবাদ ডট কমঃ নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপারা ইউনিয়নের মোগড়াপারা চৌরাস্তা থেকে মলম পার্টির দুই সদস্যকে গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশের এসআই আবুল কালাম আজাদ জানান,বুধবার ভোরে ফারুক(৩২)ও শামসুররহমান(২৫) নামের দুই মলমপার্টির সদস্যকে মোগড়াপারা চৌরাস্তার রহমত ম্যানশনের সামনে থেকে গ্রেফতার করা হয়।
তাদেরকে একটি অটো রিকশা সহ হাতেনাতে আটক করা হয়,আটকের পর জিজ্ঞাসাবাদে তারা জানায়,সিএনজি, অটোরিকশার ড্রাইভারদের ভাড়ার কথা বলে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার পথে অভিনব কায়দায় কোন এক যায়গায় নিয়ে গাড়ি থামিয়ে কৌশলে ঘুমের ট্যাবলেট মেশানো বিস্কিট পানি খাইয়ে ড্রাইভারকে অজ্ঞান করে গাড়ি নিয়ে বিক্রি করাই তাদের উদ্দেশ্য।





গ্রেফতারকৃত মলমপার্টির সদস্যরা হলেন আড়াইহাজার থানার মনোহরদী গ্রামের সাইজউদ্দিন মিয়ার ছেলে ফারুক ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে শামসুর রহমান।





সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...