এমপি খোকার উদ্যোগে চেয়ারম্যান মোশারফের রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল
আজকের সংবাদ ডট কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের রোগমুক্তির কামনায় সোনারগাঁওয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উদ্যোগে এবং হাজী জাবেদ রায়হানের সার্বিক তত্বাবধানে মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত লিজা ফিলিংস্ট্যাশনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় হাজী জাবেদ রায়হান বলেন,আল্লাহ তায়ালার শ্রেষ্ঠতম সৃষ্টি হলো মানুষ,একজন মানুষ হিসেবে এবং সোনারগাঁওয়ের একজন প্রবীন রাজনীতিবিদ হিসেবে বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের রোগমুক্তির জন্য আজকে আমরা সারা সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ,এতিম শিশু ও পথচারীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছি।
ইফতার মাহফিলে প্রায় ১২ শতাধিক লোকের সমাগম হয়।উপস্থিত সকলের মাঝে দোয়া ও মিলাদ শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়।
No comments:
Post a Comment