সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী আটক।
আজকের সংবাদ ডট কমঃ সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে মাদক বিরোধী চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল শনিবার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া, পিরোজপুর ও সনমান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
সোনারগাঁ থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া চৌরাস্তায় কলাপাতা রেস্টুরেন্টের সামনে থেকে জসীম ও সজীব নামের দুজনকে ৫২ পিছ ইয়াবাসহ ও পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে সুজন নামের একজনকে ৩০ পিছ ইয়াবাসহ এবং সনমান্দি ইউনিয়নের অলিপুরা বাজার থেকে নাঈম ও জিলানী নামে দুজনকে ৫২ পিছ ইয়াবাসহ আটক করা হয়।
এব্যপারে সোনারগাঁ থানা পুলিশের ওসি(তদন্ত)হেলাল উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।
No comments:
Post a Comment