Tuesday, May 21, 2019

নারায়ণগঞ্জ ফতুল্লায় হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী আটক।


মোঃইমরানঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় গতকাল সোমবার রাতে ফতুল্লা মডেল থানা পুলিশ দাপা রেলস্টেশন জোড়পুল এলাকায় অভিযান চালিয়ে ১২০ পুরিয়া হেরোইনসহ চার মাদক বিক্রতা কে গ্রেফতার করেছে থানা পুলিশ।





গ্রেফতারকৃতরা হলো হালিম(৩২), আলমগীর (৩০), সগির(৩০) ও সাগর(২৮)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।





জানা যায়,সোমবার রাতে ফতুল্লা থানার এসআই মিজান ও এ,এস আই তারেক আজিজ গোপন সংবাদের ভিত্তিতে জোড়পুল এলাকায় অভিযান চালিয়ে ১২০ পুরিয়া হেরোইন সহ ৪ মাদক বিক্রেতা কে গ্রেফতার করে।





গ্রেফতারকৃত আলমগীর জোড়পুল এলাকার মৃতঃগফুর মিয়ার ছেলে, হালিম একই এলাকার এরশাদ মিয়ার ছেলে, সগির দাপা সরদার বাড়ি বৌ বাজার এলাকার আশরাফুল মিয়ার ছেলে ও সাজ্জাদ ঢাকা কেরানীগঞ্জের শারজাহান মিয়ার ছেলে।তাদের প্রত্যেককে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...