Sunday, May 19, 2019

রমজান উপলক্ষে অভিযান,সোনারগাঁয়ে পাঁচ দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


রমজান উপলক্ষে অভিযান,সোনারগাঁয়ে পাঁচ দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।





আজকের সংবাদ ডট কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  পবিত্র মাহে রমজানের পরিশুদ্ধতা রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ দোকানিকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।





আজ রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মোঃনাজমুল হোসেইন।





ভোক্তা অধিকার আইনে মোগরাপাড়া বাজারের দুই ফলের দোকানীকে দশ হাজার ও তিন মাংসের দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।





জানা যায়,পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃনাজমুল হোসেইন এর নেতৃত্বে মোগড়াপারা চৌরাস্তা বাজারের ফলের দোকান মালিক তাইয়ুল ও আলমগীরকে ৫ হাজার টাকা করে দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করে।
এবং মাংসের দোকান মালিক মান্নান,রবি,আলভী  প্রত্যেককে ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা করে।





ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতায় ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর,ভুমি নাজির কামক্যাশিয়ারসহ সোনারগাঁ থানা পুলিশ।





এ ছাড়াও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





smartcapture

No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...