Thursday, May 30, 2019

নারায়ণগঞ্জ হিউম্যান ব্লাড ডোনার্স ক্লাব টিমের উদ্যোগে দরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রীবিতরণ


নারায়ণগঞ্জ হিউম্যান ব্লাড ডোনার্স ক্লাব টিমের উদ্যোগে দরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রীবিতরণ 





সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃহিউম্যান ব্লাড ডোনার্স ক্লাব নারায়ণগঞ্জ টিম পরিবারের  উদ্যোগে দরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 
বৃস্পতিবার (৩০ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের সিদ্ধিরগঞ্জপুল নাসুহা টাওয়া এলাকায় প্রায় ২ শতাধিক অসহায় দুঃস্থদের ও সুবিদা বঞ্চিত মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।  
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সিদ্ধিরগঞ্জ থানা  প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ শাহীন। বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ শামসুল হকের সভাপতিত্বে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান ব্লাড ডোনার্স ক্লাব নারায়ণগঞ্জ টিম পরিবারের প্রধান উপদেষ্টা সমাজ সেবক মোঃ রজ্জব আলী,মোঃজাহাঙ্গীর আলম,মোঃফজলুল হক,মোঃ মুকুল  হোসেন,সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা মোঃফারুক হোসেন ও মোঃসাইফুল ইসলাম প্রমুখ।  
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিউম্যান ব্লাড  ডোনার্স ক্লাব নারায়ণগঞ্জ টিম পরিবারের সদস্য মোঃরাকিব হাসান ফাহাদ,মোঃহাবিব উল্লাহ,মোঃএম এস সৈকত,মোঃজসিম উদ্দিন,মোঃরাজিব,মোঃশাহ্ রিয়ার আলিফ মোঃসজীব,মোঃসিনবাদ, মোঃ সোলেমান,মোঃসোহেল রানা,মোঃমনির হোসেন ও মোঃ বিজয়সহ অন্যান্যসদস্য বৃন্দ।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...